Thursday, February 4, 2021

মহাসিন্ধুর ওপার থেকে

 



মহাসিন্ধুর ওপার থেকে

...... ঋষি 


রক্তকণায় আজকাল বাজে রবি শংকর 

বন্দিশের আরাধনায় কেটে যায় দিনের থেকে  রাত 

২৪ X ৭,

একটা প্রক্রিয়া মহাসিন্ধুর ওপার থেকে প্রাচীন সভ্যতায় ,

মন ভালো হয়ে যায় হঠাৎ 

হঠাৎ মনখারাপ। 

.

আমার কলারে জমতে থাকা কার্বনের র্ধ্বনি 

এবং শহর কুড়োনো কানে লেগে থাকা যানবাহন ,হকার ,ফুটপাথ ,

কেউ যেন অবচেতন করে যায় আমায় ,

দুয়ারে অপেক্ষামান ১০ ই ফেরুয়ারী রং লাগে চোখে 

রক্তকণায় রবিশঙ্কর 

তান তোলে অনবদ্য নির্বাসনে। 

.

শরীরের কেন্দ্রবিন্দু থেকে শব্দগুলি সময়ের শরীর বেয়ে নামতে থাকে 

আজকাল অন্ধকারে শীত করে ,

এখন এই ফেব্রুয়ারীর শুরু ,চোখের তারকায় শেষের শীত 

কনকনে কুয়াশার মাঝে বাইকের ফিফথ গিয়ার 

ফাঁকা রাস্তায় মন ছোটে 

শহর থেকে দূরে ,দূরে পালানোর খোঁজ 

স্বপ্নের জোনাকি সারা আকাশ  ছুঁয়ে  ছোঁয়াচে  মাছি,পাখি ,ভাইরাস,অথচ

আমি সময়ের দেশে অসময়ের বদনসিব। 

.

আজ ঠাণ্ডা লাগাটা বিন্দাস

কানের পর্দায় রবিশঙ্কর অনবদ্য একটা জার্নি 

আমি বুঝি পিথাগোরাসের বৃত্ত  আর  মাঝখানে আসন্ন অসামাজিক কালবৈশাখী ,

২৪ X ৭

মন ভালো হয়ে যায় হঠাৎ 

হঠাৎ মনখারাপ। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...