Wednesday, March 5, 2014

RISHI026@GMAIL.COM

 রৌদ্রের কবিতা
.............. ঋষি

সহজ সরল রৌদ্রের কবিতা
শুকিয়ে আছে বুকে দুর্গন্ধের সাতকাহন।
কি করবো ,কবিতার যে শহর নেই
কবিতার মাথায় ছাদ নেই।
সে তো বন্দী নয় ইরাক ,ইরান, ভারতবর্ষের গন্ডী রেখায়
কি করবো কবিতার যে খিদে পেটে।
গায়ে কাপড় নেই নগ্ন শুকিয়ে যাওয়া বুকে
দুধ শুকিয়ে গেছে জন্ম কবিতার।

কবিতার জন্মাবার কথা কি বলবো বলুন
ভীষণ প্রসব যন্ত্রণা।
মাথা ধরে আসে ,হৃদয় ধোঁয়া ওঠে
চোখে সর্ষে ফুল আর বৈকুন্ঠের গোকুল।
ঈশ্বর শব্দের বারংবার প্রয়োগে
কেমন যেন, কেমন যেন আবছা দৃষ্টি।
কেমন যেন তৃষ্ণা ভাব
জল শুকিয়ে যায় বুকে এক একটা কবিতার।

কি করব বলুন কবিতা তো আমার নয়
সে যে ভীষণ ব্যস্ত এক চলমান ছবি।
সে যে দৃষ্টির বাইরে থাকা জমানো রতন
তার তো আর মৃত্যু নেই।
তাই ভয়ও নেই হারিয়ে যাওয়ার
সে আছে ,সে থাকবে চিরদিন সবার হৃদয়ে।
কিন্তু কি করবো বলুন এমন নারীর প্রেমিক আমি
যার জন্ম তো আছে কিন্তু সে যে পরিচয়হীন। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...