Saturday, March 8, 2014

RISHI026@GMAIL.COM

মুঠোফোনের ডায়ালটোন
............. ঋষি

তোমার মুঠোফোনের ডায়ালটোন পিয়া বসন্তী রে
তোমায় মানায় না।
ওতো হৃদয়ের ডাক
ওতো এক প্রেমের আকুতি
বরং তুমি দিতে পারো লাভ আজকালের গান।

অহংকার আর অলংকার
দুটোয় তোমায় মানায় জানো।
সন্ধ্যার সাঁঝবাতির সাথে তোমার অদ্ভুত মিল
ক্ষনিকের গন্ধ হৃদয় ছোঁয়া আরতি
তারপর সব ছন্নছাড়া বাঁধন হারা।

কস্তুরী মৃগনাভীর সুরভিত রাতগুলো
কেমন যেন তেতো হয়ে যায়।
যখন আকাশের চাঁদ হামাগুড়ি দেই দেওয়ালের গায়ে
কিংবা  তারাগুলো যখন টিপটিপ করে চোখের পাতায় ,
তখন আমি শুয়ে থাকি বোবা আকাশের পায়ে ।

এই যে বেজে উঠলো তোমার রিংটোন
অপর ছুঁয়ে থাকা তোমার স্পর্শে এক মাদক নেশা।
বড় জ্বালা দেই ,বড় কষ্ট
তবুও জানো তবুও আমি বার বার শুনি
তোমার মুঠোফোনের ওই  ডায়ালটোন পিয়া বসন্তী রে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...