Wednesday, March 5, 2014

RISHI026@GMAIL.COM

দিনবদল
............. ঋষি

চলন্ত এই ঘুর্নিমালায়
ঘুরতে যাবি চল।
সবাই বলি ঘূর্ণি জ্বালায়
হৃদয় যে দুর্বল।

সপ্তরথে সওয়ার হয়ে সূর্যি মামার দেশে
আলোর সাথে আঁখ মিচুলি
বাঁচা অন্ধরেশে।

কিসের মাসি, কিসের পিসি, সবটাই ধাঁধা
জীবন পথের ঘুর্নিমালায়
অন্ধ জীবন বাঁধা।

পথের আমি পথের তুমি ,পথের নাই শেষ
ঘূর্ণিমালার ঘোরা পথে
বাঁচাটা অভ্যাস।

দুহাত দিয়ে আগলে নিয়ে আমাদের কৌশল
নিজের স্বার্থ গুছিয়ে নিয়ে
নিজে বাঁচার ছল।

অনেক হলো সাতভরি হার ,সাজানো সব সঙ
মুখের কালি মুছবি বেচাল
চোখের কোলের রং।

চলন্ত এই ঘুর্নিমালায়
বাঁচবি সবাই চল।
বাঁচতে হবে উঁচু মাথায়
ঘুরিয়ে দিনবদল।  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...