Monday, March 3, 2014

RISHI026@GMAIL.COM

স্মরনীয় প্রথাগত আমরা
............ ঋষি

স্মরনীয় প্রথাগত সেই বিকেলবেলা
পিছনের সাইকেলের ঘন্টার শব্দ।
মৃত বাজারে শুন্য পকেটে একমুঠো স্বপ্ন
তোমার আমার জড়িয়ে যাওয়া  প্রেম
হেঁটে ছিল এই পথ ধরে পাশাপাশি।

এই গাছ ,এই আকাশ সাক্ষী তার
পাখির কলরব বাড়ি ফেরার গান।
সব ছিল প্রথাগত নিয়ম মাফিক
গোলকের ট্রাফিক জমে আটকানো দীর্ঘশ্বাস
তোমাকে জড়িয়ে ধরে ঘন সে নিশ্বাস।

সব ছিল ,ছিল একটা স্বপ্নের ঘর
ভাঙ্গা গলায় গাওয়া নচিকেতা সুর।
শুন্য চোখে দেখা স্বপ্নের সিঁড়ি
পাশাপাশি তুমি আর আমি
সব ছিল কিন্তু বাস্তব বহুদূর।

আর আজ জ্যন্ত বাস্তব ঘুঘু
তোমার দালানে ,আমার দালানে।
লাভ ,লোকসান চেনা সুর তুমি আর আমি
পাশা পাশি হাঁটছি এই পথ ধরে
সুধু মৃতস্বপ্নের কান্নার স্মরণে।




No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...