Friday, March 7, 2014

RISHI026@GMAIL.COM

মন খারাপের কারণ
...... ঋষি

মন খারাপের দেশে আমার আসল পরিচয়
তোমার চোখে লেগে থাকা ফাক্যাসে রঙের ছাই।

সকাল সন্ধ্যে বিকেল দুপুর
গোলাপী রঙের লোভ।
তোমার ঠোঁটে চুমতে যে চাই
আমার হৃদয় ভরা ক্ষোভ।

রাতদুপুরে পুকুরপাড়ে পিপড়েদের বিপ্লব
মফস্বলে আগুনে পোড়ে শরীর লোভী লোভ।

আমার প্রেমে হৃদয় পোড়ে ,
শরীর যে বদনাম।
আগুন জ্বলে তোমায় ছুলে
বল এর  কি নাম।

অচিনপুরে বৃষ্টি এলে ,তোমার চোখে জল
আমার হৃদয় দেওয়াল জুড়ে ঝরনার কলকল।

ভাসতে থাকি ,পচতে থাকি
হৃদয় ভাঙ্গা জেল।
আমার ছোট প্রেমের কাছে
একশো হৃদয় ফেল।

মন খারাপের দেশে আমার হৃদয় করে বাস
তোমার ঘরে শান্তি আর আমার সর্বনাশ। 

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...