Monday, March 3, 2014

RISHI026@GMAIL.COM

খাঁচায় রাখা জীবন
..........  ঋষি
মানুষগুলো , সব মানুষগুলো খাঁচায় বন্দী
বন্দী জীবন বন্দী নাগরিকত্বে।
শাজাহানের পালকে পালঙ্কে শুয়ে
জীবন বন্দী জন্তুর গায়ের রক্তে।

মানুষ বলে মনুষ্যত্ব
রেওয়াজ করে মন্দির মসজিদে প্রনাম।
জীবন যুদ্ধে গর্জে ওঠা প্রমান
সামনে যুদ্ধ মিছিলের সাজে সেলাম।

রক্তে মাখা মায়ের যোনির সাথে
জান্তব এক চাহিদা ছুঁয়ে থাকে।
মায়ের সাথে শরীর জুড়ে দিলে
নাক সিঁটকে কি আসে যায় তাতে।

গদির ওপর টাকার কাপে চুমুক
ঠান্ডা ঘরে রক্তের নোনা ছাদ।
মনুষ্যত্ব আতকে কেঁদে ওঠে
মানুষের মুখে মানুষের রক্তের স্বাদ।

ধুলোর খুদা ধুলোয় কেঁদে মরে
আছড়ে পরে সমাজ মাথা ঠোঁকে।
মানুষ যদি জঙ্গলে থেকে যায়
অন্ধকারকে কে রাখবে রুখে।

মানুষ গুলো ,সব মানুষগুলো গেছে মরে
ঘুরে ফেরে সব জ্যান্ত সার্থ শব।
যেদিক তাকে ,সেদিকে পোড়া ছাই
বাঁচতে চাওয়ার একান্ত কলরব।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...