Sunday, March 30, 2014

RISHI026@GMAIL.COM


ফিরে আয়
..........ঋষি

আজ আর শব্দ আসছে না
কিসব কঠিন গরল শব্দ তোর মুখে।
জানলার বাইরে আকাশ
আর আকাশের মতো স্বপ্নগুলো তোর
আর মানতে পারছি না।
সব ভেঙ্গেচুরে চুরমার
অনেকটা দুর্যোগের আগের মুহূর্ত
অনেকটা বাজ পড়া শুকনো আকাশে।

বৃষ্টি সে কি বৃষ্টি এতদিন ছিল তোর বুকে
ছিল পুড়ে যাওয়ার পোড়া ছাপগুলো।
আজ সব মূল্যহীন তোর কাছে
সে হোক ক্ষতি নেই।
কিন্তু এমন তোকে আমি চিনতে পারছি না
মানতে পারছি না তোর সংহাররূপ।
শান্ত হ ,শান্ত হ ,ফিরে আয় তুই
আবার পুরনো হয়ে স্বপ্ন দেখ তুই।

তোকে আমি অন্য আকাশে পেতে চাই
পেতে চাই তোর খোলা আকাশের স্পর্শ।
দেখতে চাই সদা হাস্যময়
গরল নয় শুধু এক নারী আদর্শ।
আর নয় করিস না এমন
তোকে মানায় না তুই জানিস।
আর পোড়াস না নিজেকে ,,পোড়াস না
ফিরে আয় আবার পুরনো হয়ে ।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...