Thursday, March 13, 2014

RISHI026@GMAIL.COM

আলো ,আরো আলো চাই
............. ঋষি

অন্ধকারকে চাপড়াতে চাপড়াতে
দরজার বাইরে করে দি।
তবু কেন আলো বন্দী করে ওই অন্ধকার
গোলাপ পাতায় কাঁটা লাগে।
কেটে যায় ছুরির ফালায় ফালায় রক্ত
যা পালা অন্ধকার
আমি যে আলোর ভক্ত।
মন হাওয়ায় ,হাওয়ায় ঘরে ফেরার গান।

দরজা খুলি, জানলা খুলি
আলো চাই ,আলো , আলোর ফেরিওয়ালা আমি।
আদুরে রৌদ্রে আমার চোখ পোড়ে
পোড়ে অন্ধকার আলোতে।
তবু আলো চাই আলো ,আরো আলো
অন্ধকারের শেষ দাগে লক্ষণের গন্ডী।
আমি পাপ মুক্ত হতে চাই
গন্ডীর এপারে আমি।

আলো ,আলো ,আরো আলো চাই  ............

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...