Wednesday, March 26, 2014

যুগের হাওয়া

যুগের হাওয়া  -
-ঋষি

নিষ্ঠুর দাঁড়িপাল্লার ডানদিকে আমরা চেপে
ফুটপাথে জিভ দিয়ে চাটা স্বভাব।
গন্ধ শুকে অন্ধ কানাই নাচে
পেটে ভাত নেই আলোর বড় অভাব।

রক্তের গন্ধে শারীরিক এক কলা
আর কলার চেপে আমাদের পথ চলা।
পথে ওঠানামা উরুর মাঝে বালিশ
আরামকেদারায় আমাদের করা মালিশ।

লাথি দিয়ে বলা শুন্যে কাচকলা
পেটে লাথি মেরে অ আ ক খ ডাকে।
সিংহ,বাঘ মুখে মেরে ফেলা
মানুষ বলে গালি দেবে তুমি কাকে।

অন্ধ বাজারে কবির ছবি লাগে
বিজ্ঞাপনে মগজে গোবর  হাসে।
স্লোগান আছে যুগে যুগে তা চলে
আমরা সবাই আছি মানুষের পাশে।

রেলিঙে দাঁড়ানো শরীরের ভাঁজ গুলো
মোবাইল ,ল্যাবেতে চটচটে সব ছোঁয়া।
মাউসে দাঁড়ানো  শরীরের লোমগুলি
ক্লান্ত শরীর শরীর জানতে পাওয়া।

যুগের হাওয়ায় শৈশব পেগে নাচে
অন্ধকারে বমির গন্ধ গা সওয়া।
ঈশ্বর যদি যুগের হাওয়ায় থাকে
ম্যাজিক তবে ভালো থাকতে চাওয়া।

দাঁড়িপাল্লার ডানদিকে চেপে বসো
বাঁদিকে রাখো তোমার নিরালা পাপ।
এবার তুমি নিজেই হাসতে থাকো
যুগের হওয়ায় বাড়ানো রক্ত চাপ।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...