Thursday, March 6, 2014

RISHI026@GMAIL.COM

দৈনন্দিন এভাবেই
.............. ঋষি

এভাবেই শুরু করে যায়
গড়ের মাঠ থেকে ধর্মতলার রৌদ্রে হাসি
আর ভিড় ঠাসাঠাসি।

মেট্রোর কোনা মারা সকাল
কি অদ্ভুত দিনকাল ,
আর অন্ধকারে দাঁড়ানো বিকেল।

আমি বলছি ,হ্যা বলছি
সব আমরা প্রথাগত শিক্ষার মুখোশধারী ,
শিক্ষা নয় ,সব মাল কামাবার ভিক্ষা।

রাস্তায় দাঁড়িয়ে চায়ের ভাঁড়ে চুমুক
চোখ সেই হেঁটে যাওয়া সুন্দরী বুকে ,
ইচ্ছা একটু দাঁড়াক একটু থামুক।

প্রথাগত ইমেইল ,চ্যাটিং
কোলের শিশুর খেলতে চাওয়ার ব্রিফিং ,
আর নিজের সাথে মানুষ হওয়ার চিটিং।

আমরা সব সদ্যজাত শিশু
মায়ের গর্ভে থাকা এ কালের যীশু,
শুধু মানুষের মতো করতে পারি হিসু।

ঢেউ আসছে প্রতিবাদের মিছিল
বারন্দায় দাঁড়ানো বিরক্তির এক পাঁচিল ,
পাঁচিলের ওপারে মানুষ নামে ফসিল।

এভাবে শেষ করে  যায়
বাসের ফ্রেমে ,ট্রাফিক জ্যামে ,নকল আর বাসি,
মিথ্যা নাটক আমরা করতে ভালোবাসি।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...