Friday, March 21, 2014

rishi026@gmail.com

এগিয়ে আয়
............. ঋষি

আর তো সইতে পারি না
সহ্য করতে পারি না তোর অপ্রিয় সত্যগুলো।
তোর গোধুলির প্রেম যদি আলো দেয়
তোর চেতনার পাপ যদি নাড়া দেয়
তবে কি করবো এই সুর্য নিয়ে।

লাথি মারি তোর পিছনের সত্যকে
সত্যি ধিক্কার দি তোকে ,তুইও ভাবিস।
যার গায়ে লেগে আছে অতীতের দাগ
যার শিরায় শিরায় পোড়ে অন্ধকার আগুনে
সে কি করে ভোলে নিজের ইচ্ছাকে ।

যে  কাঁচ ভাঙ্গে তা জোড়া যায় না
থুথু দিয়ে সম্পর্ক্য বোনা যায় না।
যা ভাঙ্গে ,তা ভেঙ্গেই যায়
ম্যাজিক না বুঝলি ,ইয়ার্কি না
ইচ্ছা করলে পিছনে ফেরা যায় না।

শুনছিস না কানে গোঁজা স্বপ্নের তালা
বুঝতে পারছিস না তোর শিরায় লেগে মাথা নিচু করা।
লাথি মার ,ভুলে যা সব
সামনের দিকে দেখ ,দেখ এক নতুন সূর্য
নতুন এক আলো আছে অপেক্ষায়।

আর পিছনে নয় ,আর অন্ধকারে নয়
এগিয়ে আয় ,হাত বাড়া আলোর দিকে।
পুড়বে না রে পুড়বে না আর নষ্ট হবে না
বিশ্বাস রাখ নিজের উপর
দেখ বদলে যাবে অন্ধকার সূর্যের আলোয়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...