Monday, March 17, 2014

RISHI026@GMAIL.COM

সাবাস মানুষ আর মনুষত্ব
.............. ঋষি

বিপ্লব সে তো এসেছিল একদিন
গতিময় আলো যেন আগুনের গোলা।
ছিন্নভিন্ন কাটা শরীরে ,হাত ,পা
টুকরো টুকরো আগুনে ঝলকে ওঠা বিদ্যুত।
চিরে ফেলেছিল মানুষ আর মনুষত্ব
উদ্দেশ্য একটা
বাঁচতে চাওয়া মাথা উঁচু করে।

আজও গর্জে ওঠে দিল্লী গেটে বন্দুকের নলে
ঝলসে যাওয়া বারুদ ছুটে যায় আকাশের দিকে।
আর মানুষ বাঁচতে থাকে রক্ষিতের শরীর
হাসতে থাকে নিলজ্জ জীবনের অমানবিক প্রেমে।
এটাও মানুষ আর মনুষত্ব
উদ্দেশ্য একটাই
বেঁচে থাকা উটের মত উত্তপ্ত মরুভূমিতে।

রোজকার কাব্যে বিপ্লব সার্থপর অন্ধকার মিছিলে
মুখথুবড়ে পরে নগ্ন সমাজের নগ্ন যোনিতে।
জন্ম নেয় অন্ধকার আরো অন্ধকার
অন্ধকার বাড়তে থাকে সাজানো সমাজের নালিতে।
এ এক অদ্ভুত বেঁচে থাকা
উদ্দেশ্য একটাই
বাঁচা আর বেঁচে থাকা মুখবোজা চোরা বালিতে।

হাসো সভ্যতা হাসো, হাসো মেরুদন্ড হাসো
হাসতে থাকো সময়ে লেখা ইতিহাসের পাতা।
উঠে আসো রোজকার মীরজাফর নিজস্ব জীবনে
নিজস্ব পরাধীনতার লজ্জা।
সাবাস মানুষ আর মনুষত্ব মৃত আলোড়ন
উদ্দেশ্য একটাই
মৃত বিপ্লবের লজ্জা মাথায় বয়ে চলা।       

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...