Wednesday, March 5, 2014

RISHI026@GMAIL.COM

আর কি আছে ?
............. ঋষি

আমাদের কে আছে
আকাশভরা সূর্য ,তারা
আর গরুর লেজে মশা মারা
বাঁচার ইচ্ছা নজর কারা

আর কি

আদিম যুগের শুরু থেকে সৃষ্টি আর স্রষ্টা
আগুন থেকে চাকা ,চাকা থেকে আঁকাবাঁকা
পথ আর পরে থাকা পথ
কিছুটা পিছনে আর কিছুটা সামনে

আর কি

আল্টামিরা থেকে ভ্যানগগ
শুধু এগিয়ে যাওয়া জীবন্ত চোখের তারায়
রৌদ্র লাগে বিপ্লব ,জীবন্ত অথচ মৃত
শুকনো অথচ রসালো এ জীবন

আর কি

কিছুটা প্রাসঙ্গিক কফিকাপে চুমুক
রাস্তার ভাঁড়ে মাটির গন্ধ
সব বন্ধ এসি থেকে গাড়ি ,ঘর
আর দৌড়টা একটা দ্বন্দ

আর কি

আমাদের কে আছে
আমি আর আমি , আমার তোমার
বাকি সব ভো কাট্টা
বে আদুরে বামাল

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...