Thursday, August 14, 2014

RISHI026@GMAIL.COM

তোমার খবর
......................... ঋষি

মেঘ  ,বৃষ্টি,রোদ খবর নেই কেন
আকাশ জুড়ে মেঘ করেছে
একলা বিকেল বৃষ্টি।
মেঘের কোনে রোদ করেছে
কি অদ্ভুত সৃষ্টি
মেঘ ,বৃষ্টি ,রোদ আরে জীবন কোথায় গেলো।

ফোনটা কেটে গেলো
বুকের বাদিকের সেতারে আমজাদ আলী গভীর সুর।
সে যেন এক হাহাকার এক চিত্কার
পৃথিবীর আবর্তনের গতি কমতে কমতে।
আমার পৃথিবী থেমে গেলো
আর তুমি খুঁজছো মেঘ ,বৃষ্টি ,রোদ।

আবার রিং করলাম ,লাইন ব্যস্ত
এ কেমন অদ্ভুত লাইন।
দুধের লাইন ,কেরোসিনের লাইন সবতো ছিল
কিন্তু এখন তো দেখছি বিশাল লাইন।
তোমার খবর নিতে
ধুস মনটা ভেঙ্গে গেলো।

মেঘ  ,বৃষ্টি,রোদ খবর নেই কেন
এখনো জানতে চাও।
একলা বিকেলের সিলিং জুড়ে বৃষ্টি
ছুঁয়ে নামে তোমার গলার স্বর।
কি অদ্ভুত সৃষ্টি
প্রকৃতির সব সময়ের সাথে মনটা ভেঙ্গে গেলো।

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...