Friday, August 15, 2014

RISHI026@GMAIL.COM

কবিতার প্রেম
.............. ঋষি.

সাথে থাকা মানে পাশে থাকা নয়
আর পাশে থাকা মানে সাথে থাকা না
এই কথাটা আমি তো বলেছি কতোবার।
সকালের রজনীগন্ধা শুকিয়ে কাঠ
বিকেলের কবিতায় তার কি দরকার।
কবিতা তোকে ভালোবাসি কতোবার।

জড়িয়ে যাওয়ার চাদরের ফাঁকে
কিছু অলংকার তোর উষ্ণতা ছুঁয়ে
সে স্পর্শে প্রেম নেই।
কবিতা তোকে জড়িয়ে থাকে
গভীরে তোকে পয়েছি
তাইতো তোকে লিখেছি কতোবার।

ভয় করে কবিতা তোর
আমি বাঁধন ছাড়া ঘর ছাড়া সমুদ্র।
সে সমুদ্রে মাতাল ঢেউ
দোলা লাগে কোনো বিকেলে কবিতা।
আঁচড়ানো ঢেউ বুকের মাঝে
আমি তোকে ভালোবেসেছি কতোবার।

সাথে থাকা মানে পাশে থাকা না
পাশে থাকা মানে জড়িয়ে থাকা না
এই কথাটা তোকে বলেছি কতোবার।
সকালের মেঘে বৃষ্টি নামে
বিকেলের আলোয় জংধরা প্রেম
তোকে জড়িয়ে আমি কেঁদেছি কতোবার। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...