Friday, August 22, 2014

rishi026@gmail.com

ঝরনার কবিতা
.................. ঋষি

পাহাড়ি ঝরনায় তোমার নুপুর
তুমি ঝরনা পরী।
তোমার নাভির থেকে উঠে আসা কবিতায়
তুমি মোহময়ী।
তোমার দুর্বার আকর্ষণ, স্তব্ধ আমার ৩৬৫
প্রতি আবর্তনে লেখা আছে
তোমার স্পর্শের অর্থটি।

তুমি হারিয়েছে নুপুর
তোমার হৃদয়ের দেওয়ালা উইন্ডচার্ম।
দুচার মুহুর্তের আলাপনে
আমার স্বপ্নে তোমার নাম।
আমি তো খুঁজছি আর খুঁজেই চলেছি
কবিতার পাতায় বাড়ানো হাত.
তোমার নুপুরের শব্দ হৃদয়ে
গা ছম ছমে স্বপ্ন রাত।

পাহাড়ি ঝরনায় তোমার নুপুর
তুমি ঝরনা পরী।
তোমার উরুর লোকানো আঁধারে
তুমি মোহময়ী।
তোমার দুর্বার আকর্ষণ ,স্তব্ধ আমি বত্রিশে
প্রতি কবিতায় লেখা আছে জানো
তুমি দাঁড়িয়ে পঁচিশে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...