Tuesday, August 19, 2014

rishi026@gmail.com

বাঁচতে চাওয়া
.............. ঋষি

বারংবার কল্পনায় এক গুচ্ছ গোলাপ
পবিত্র যীশুর শরীরের নোনতা যন্ত্রনায়।
জেরুজালেম থেকে আজকের ফুটপাথ
দুরত্বরা শুধু কল্পনায়।
মিশে গিয়ে ,খাবি খায় বাঁচতে চায়
একটু আনকোরা জীবন যন্ত্রনায়।

ফুটপাথে নগ্ন মাতা ,নগ্ন সমাজের নিদারুন ছবি
পোস্টারে লেগে থাকে গ্লামারাস নায়িকা হাসছে।
আবর্তনের পৃথিবীর পরিবর্তিত সময়ে
মানুষ শুধু কেঁদে যাচ্ছে।
খিদে ভীষণ খিদে ঈশ্বর এই বেঁচে থাকায়
ভালো থাকার সময় সবার শুধু চাহিদা বাড়ছে।

ফুটপাথ থেকে উঠে আসে ঘর্মাক্ত হাত
সমাজের সিঁড়ির নিচে দাঁড়িয়ে বাঁচতে চাওয়া।
ঈশ্বর হৃদয়ের দেওয়ালে হায়
স্বার্থের ছাদের উপর বেঁচে যাওয়া।
বুমেরাং  - এর মনুষত্বের আঘাত
বারংবার  ফিরে পাওয়া।

বারংবার কল্পনার এক গুচ্ছ রজনীগন্ধা
প্রেম থেকে সরে মৃত্যুর কফিনে।
যীশুর মাথায় সমাজের কাঁটা
খুব গভীর থেকে গভীরে নেশার মফিনে।
শুধু পুড়ে যাচ্ছে
মানুষের তিন কাল সামাজিক ধর্ষিত কফিনে । 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...