Saturday, August 23, 2014

RISHI026@GMAIL.COM


শারীরিক
....................ঋষি
========
ইন্টালেকচুয়াল হাইওয়ে ধরে
স্ট্রবেরির গন্ধ শুয়ে থাকে বিভোর কামে।
বাংলায় নীল রক্তে লেখা হয়
শরীরের গান।
অমৃতের সাথে মিশে ঈশ্বরী তুমি অলংকৃত
অহংকার তোমার মানায় না।

এমন এক সার্বিক কল্যানের উদ্দেশ্যে
গঙ্গার ফেরিতে খুলে যায় তোমার খয়েরি সালোয়ার।
জীবন থেকে দু এক ক্ষণের মুক্তি
কেরোসিনে আগুন লাগা দাউ দাউ প্রেম
জ্বলে যায়, পুড়ে যায় স্মৃতির আঘাতে বিকেলের গঙ্গায়।
হাসছে দেখো জীবন হাসছে
ঈশ্বরী তুমি নেহাত মানুষ রয়ে গেলে।

লেকটাউন ফুটব্রীজের নিচে চলন্ত পিঁপড়েগুলো
মাটি থেকে আকাশে উঠতে চায়।
হা ঈশ্বর তোমার দাঁড়ানো দন্ডে সামিল আমার হাত ওঠেনামে
প্রতিবার ঈশ্বরী তোমার নামে।
শরীরের ঘাম ,রক্তে জ্বলে
আমার এই কবিতা অশ্লীল তোমার কৃপায়।

 



No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...