Sunday, August 3, 2014

rishi026@gmail.com


 খিদের নাম দারিদ্রতা
............. ঋষি

দারিদ্রতার আখ্যান আমাকে দিতে হবে না
আমি জানি খিদের মানে।
সেই মন্বন্তর ছুঁয়ে নামা রক্তবিন্দুগুলো
খালি হাঁড়িতে ফোটানো জলের মায়া
খোকা একটু দাঁড়া ভাত ফুটছে।

ভাত ফুটছে ,ভাত ফুটছে,আজও ফুটছে
কালও ফুটবে।
খিদে থেকে যাবে যুবতীর শরীরের মাংসে
ফুটে উঠবে ফুটোফাটা আরো টুকরো
আরো লজ্জা।
কিন্তু ঢাকা যাবে না
আসলে দারিদ্রতা ঢাকা যায় না যুগে যুগে
শুধু বাড়ে আর বেড়ে যায়
বেঁচে থাকার লজ্জা।

বেঁচে থাকার লজ্জায় অন্ধকার আর অন্ধকার
হৃদয়ের দেওয়ালে লেখা নাম দারিদ্রতা।
কোনো শহরের গলিতে আজও দাঁড়ায় কেউ
বিনিময়ী শরীর ,বিনিময়ী খিদে।
আজও কোথাও ইট ভাঙ্গে ,বাসন ধোঁয়
দুটো কচি হাত ,বিনিময়ী সেই খিদে।
আজ অশিক্ষায় ধুঁকছে কুসংস্কার
হাত বাড়াচ্ছে রুজির যন্ত্রনায়
আসলে খাদ্য ,বস্ত্র ,বাসস্থান সবটাই বিনিময়।

আমাকে দিতে হবে না দারিদ্রতার আখ্যান
শহর বাড়বে ,বাড়বে অজস্র  কত তারা আকাশে।
কিন্তু দারিদ্রতা সে যে  খিদের নাম
মায়ের হেঁসেলে হাসতে থাকবে ,বাঁচতে থাকবে
যেমন বেঁচে ছিল যুগে যুগে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...