Wednesday, August 13, 2014

RISHI026@GMAIL.COM

জোকারের স্পর্শ
..................... ঋষি

নিজেকে বোঝাবার মতো কিছু নেই
মুক জানোয়ারের মতো জোকার আকাশের গায়ে।
আমাকে ছুঁয়ে হাসছে ,সারা শরীর
শুধু বড় বড় ফোস্কা ,পুড়ে যাচ্ছে।
পুড়ে যাচ্ছে জীবনের নৌকার শেষ চিন্হ
তলিয়ে আরো গভীর জলে।

এমনটা তো হওয়ার ছিল
আজ ,কাল ,পরশুর জীবনটাকে।
টুকরো করে ,টুকরো টুকরো কাঁচের টুকরো
পড়ে আছে আকাশের গায়ে।
আয়নার টুকরো ,,অসংখ্য মুখ
শুধু হাসছে ,আর হাসছে জোকার
প্রচুর সুখ স্বপ্নের গায়ে।

জানি তো প্রেম স্পর্শের যোগ্যতা আমার নেই
যেটুকু আছে সে যে জোকারের হাসি।
একলা দাঁড়িয়ে সেই গান
জিনা ইহা মরনা ইহা  ,ইসকে সিবা জানা কাহা।
জানা কাহা ,,,শেষ নেই
শেষ স্তবকে শুধু গড়িয়ে পড়া মুক চোখের জল। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...