Sunday, August 24, 2014

RISHI026@GMAIL.COM

ঝরনার শব্দ
................ ঋষি

উত্তরোত্তর ঝরনার শব্দটা বেড়েই যাচ্ছে
দু চারটে খোলামকুচি পাথর অন্তরঙ্গে উপস্থিতির মতো।
জানো আমি জীবনে ঝরনা দেখি নি
যতটুকু দেখেছি সে শুধু গড়িয়ে নামা।
রোজকার কথনে আমি কখনো একলা হই নি
কিন্তু যখনি এই ঝরনার শব্দ কানে বাজে,
একলা হয়ে যাই।

ঝরনার থিরথিরে জলের নিচে
আমি সবসময়  যুদ্ধ দেখতে পাই।
ক্রমাগত বাজতে থাকে যুদ্ধের ভূমিকা চোখের পাতায়
এ যুদ্ধে স্বপ্ন আসে না ,আসে না প্রেম।
শুধু প্রেম শব্দের ছিন্নভিন্ন দেহটা হাতছানি দেয়
কি জানি আজকাল প্রেম বোধহয় এমনি হয়
শুধু একলা করে যায়।

উত্তরোত্তর বেড়ে যাওয়া ঝরনার শব্দ
কান বন্ধ ,বন্ধ হৃদয়ের ঘরের দরজা ,জানলা।
ফুটিফাটা দিয়ে যতোটুকু আকাশ দেখতে পাই
সেখানে মুক্তি ,নেই জ্বালা একলা থাকার দোটানায়।
কি জানি আজকাল যন্ত্রনাদের মুক্তি হয় না
শুধু আকাশ জুড়ে মেঘ ভিজিয়ে যায় অসময়ে ,
একলা হয়ে যাই। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...