Wednesday, October 15, 2014

RISHI026@GMAIL.COM

হারাবার কবিতা
...................... ঋষি

কি বলতো
মৃত্যু  স্থির আর আমরা অস্থির।
তাইতো পারদের ওঠানামা
জীবন গম্ভীর।

ছোটো ছোটো অস্তিত্ব এক একটা জীবন
ছড়িয়ে ছিটিয়ে ভালো খারাপ মিশিয়ে।
কিন্তু কেউ ভালো নয় ,কেউ শান্তি নয়
সবটাই আশা।
আর এই বেঁচে থাকা
আসলে জীবন এমনি হয়।

শুধু বেঁচে থাকা ,শুধু হাঁটতে থাকা
অলিগলি বেয়ে হৃদয়ের চোরাগলি।
জীবন হারিয়ে যায়
একের পর এক বোবা শব্দ।
জীবন বদলে যায়
আসলে জীবন এমনি হয় ঢেউ এর পরে ঢেউ
ভেঙ্গে যায় ,যায় হারিয়ে কোনো স্বপ্ন চোখে।

কি বলতো
এটা জীবনের কবিতা নয় ,কবিতা হারাবার।
আমার সাথে আমার মত জীবন
আমার কবিতার খাতায়। 

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...