Tuesday, October 28, 2014

rishi026@gmail.com

হয়তো কেউ
............... ঋষি

বেড়িয়ে আসবে  তারা ,একের পর এক
সভ্যতার পাথুরে দেওয়ালে মৃত আত্মার ঢেউ।
হয়তো আমার মত কেউ।
কোনো আদিম আকাঙ্খার সবুজ স্বপ্ন বুকে।
সোনালী রৌদ্র মাখা সোনা শহরে।
সার্বিক দৈনন্দিন  পিষে চলা সভ্যতার চাকায়।
কেউ হাত বাড়াবে
অন্য এক জীবিত পৃথিবীর আশায়।

জীবন থেকে কুড়িয়ে পাওয়া দংশিত সভ্যতার বিষে
কেউ এগিয়ে আসবে।
শান্তির স্বপ্ন নিয়ে ,প্রেমের বাণী নিয়ে ,বিশ্বাসী স্পর্শ নিয়ে
এক মুঠো লাল ফেনিল রক্ত ধারার মাঝে।
নতুন জন্ম পাথুরে সভ্যতার বুকে
জীবিত আকাঙ্খা
শান্তি ,জীবন আর মৃত্যুর তফাতে।

বেড়িয়ে আসবে  তারা ,একের পর এক
সভ্যতার প্রথম দিনে প্রমিথিউসের হাতে জন্ম।
এগিয়ে যাওয়া সভ্যতার গায়ে কালো ছোপ
রক্তের দাঁতে ডোরাকাটা চিতা শুধু জীবন চায়।
মৃত্যুর অপেক্ষায় অজস্র ভিড়ে সাজানো সভ্যতায়
তারা বাঁচতে চায় ,,,,,, শান্তিতে।
এই গোলকের  গতির  বিষের বিশ্বাসে
আরেকবার আদমের হাত ধরে শুভ্র শান্তির নিশ্বাসে।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...