Wednesday, October 22, 2014

RISHI026@GMAIL.COM

অদ্ভূত বিচরণ
.................. ঋষি

হারানোর পরের মুহুর্তে
আকাশ থেকে হওয়া দৈববাণী আমরাও আছি।
অনেকটা সেই মৃত শবঘরে রাখা স্তব্ধতার মতো
যদি বলি বাঁচতে চাই ,জানি হাসবে সবাই
আসলে হিসেবের বাইরেও বাঁচা যায়।
অদ্ভুত ভাবে জড়িয়ে থাকা মুহুর্তদের ভিড়ে
দু এক মুহূর্ত আমার তোর।

তোর গোলাপী রঙের জামার হাতায় রাখা কল্পনায়
কিংবা ধর তোর দেওয়ালের জানলায় আলোর মুখ
যদি বদলে যায়।
খোলা আকাশ ,খোলা স্বপ্ন,অসংখ্য মানচিত্রের অন্যকোথাও
তোর ড্রেসিং টেবিলে আঁচড়ানো চুলের ধারায়
যদি জোত্স্না এসে ধরা দেয়।
হৃদয়ের খামে অসংখ্য রংমশালে রঙিন সুখ
জ্বলতে থাকে ,পুড়তে থাকে ,মিশে যায়
হৃদয় যে পোড়া ছাই।

হারানোর পরের মুহুর্তে
আকাশ থেকে নেমে আসা নোনা জল ,জংধরা মুহূর্ত।
তোর সুন্দর সাজানো খেলনার আসরে নতুন মুখ
এক নতুন হাসি ,ভালোবাসি ,ভালোবাসি
এই শব্দটা দোলা দেয় ,হৃদয় দোলনায় বাঁচার আশায়।
অদ্ভুত ভাবে জড়িয়ে থাকা মুহূর্তরা চোরা বালি ডুবে যায়
একসাথে অদ্ভুতভাবে আমার তোর। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...