Saturday, October 18, 2014

rishi026@gmail.com

বিশাল এই সমুদ্র
.............. ঋষি

রস ,কস,সিঙ্গারা ,বুলবুলি ,মস্কো
যা পৌঁছে গেছি তোর কাছে।
চারিদিকে এতো নীল কেন ,এত আলো কেন
এ যে মন্ত্র ,যন্তর মন্তর মানে জীবনের মন্ত্র।
একটু ভালো লাগা তোর পাশে
নীল সমুদ্র।

নীল আকাশ হতে পারে ,আকাশের পাখি
পাশা পাশি ,উড়ি উড়ি উড়ে চলি।
চারিদিকে নীল নৌকায় পাল তোলা রৌদ্র
আর আমি তুই ,পাখি।
একটুখানি বাঁচি একসাথে
এটাও সমুদ্র।

কি বিশাল রে এই সমুদ্র ,এই বাঁচা
অদ্ভূত না বিশাল মন ,বিশাল মন।
আছড়ে পরে একের পরে এক
বুকের উপর আমি তুই।
নিঃস্ব পাখি ,মিথ্যা ডাকাডাকি
এই সমুদ্র।

ওমা তুই হাসছিস ,কি সুন্দর এই হাসি
ভালোবাসি ,ভালোবাসি এই নীল রং।
কোনো গভীরে দেশের সেই রাজা
আর তুই রানী।
অদ্ভুত এক কাহিনী ভিনদেশী তারা
ওই সমুদ্র।

রস ,কস,সিঙ্গারা ,বুলবুলি ,মস্কো
যা পৌঁছে গেছি তোর কাছে।
আবার বল কিরে যাবি আমার সাথে
এই হৃদয়ের পাশে ,গা ঘেঁষে।
মেঘলা মন এক সমুদ্র
নীল সমুদ্র।

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...