Friday, October 31, 2014

RISHI026@GMAIL.COM

ক্লিওপেট্রা
.............. ঋষি

নিভে গেছে
অহেতুক আর ক্লিওপেট্রা নেই সেখানে।
আমনেশিয়ার অঢেল ঢেউতে
যে আসছে সে আমি নয় ,আমার মত কোনো জীব।
জীবন্ত মাংসের পাহাড় হাতড়ে
আগুনের মত  কোনো উত্তপ্ত আলিঙ্গন।

ক্লিওপেট্রা,ক্লিওপেট্রা,ক্লিওপেট্রা
তোমার সাজানো সভ্যতার রং নীল.
তোমার শরীরে সাজানো  উঁচু ঢিপিগুলো
সভ্যতার ইতিহাসে আশর্য সব।
তোমার শরীরে বয়ে চলা অসংখ্য সাপেদের
নিশ্বাসে তোমার নাভির কালো বিষ.
হাসছো, তাচ্ছিল্য তোমায় মানায় ক্লিওপেট্রা
তোমায় মানায় অহংকার।
অথচ তুমি নিভে গেছ তোমার সোনা শরীর
অদ্ভূত মমি।

নিভে গেছে
ইউথ্যানেসিয়া  গভীর প্রেমে এগিয়ে গেছে।
বনসাই সুত্রে পাওয়া সম্পর্ক্যের অধিকারে
যে চলেছে ,সে আমি নয় তোমার শরীর বেয়ে।
অসংখ্য মৃত আত্মা
কেরি অন ক্লিওপেট্রা তোমার সভ্যতা। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...