Friday, October 17, 2014

rishi026@gmail.com

চিরকালীন
............. ঋষি

তখন থেকে খুঁজছি তোকে
মনের ফাঁকে ,জীবনের খাঁজে অনন্ত পথচলায়
প্রতিমূহুর্তের জীবনের ঘ্রাণে
আজ অদ্ভূত আনন্দ চিনে চিনে ব্যাথা
মনের মাঝে তুই
এই বেঁচে থাকায়

ভালো লাগে ভাবতে কষ্টের কবিতায়
ভালো লাগে ভাবতে আমার শিরা উপশিরায়
প্রতিমুহুর্তে রক্তের মতো পরিবাহী তুই
জীবন যেদিন থামবে
সেদিন না হয় আলাদা হোস
কিংবা ছেড়ে চলে যাস তুই

আমি তো এখন বেঁচে আছি রে
বুকের ভিতরে হাঁপরে উঠছে আগুন
হৃদয় পুড়ছে,পুড়ছে সময়
আকাশ কোনে লালচে আলোয় ফাগুন
আমি কোনো এক ঝড়ো হাওয়া
তুই হলি সেই স্পর্শ রঙের আগুন

তখন থেকে খুঁজছি তোকে
বুকের রক্তে ,সময়ের রক্তে ,জীবনের রক্তে
প্রতিক্ষণে হৃদয়ের মানে।
আজ অদ্ভূত দোলা হৃদয়ে বেঁচে থাকায়
আজ মৃত্যুদিন
হৃদয় ,ভালোবাসা আমার চিরদিন। 

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...