Sunday, October 12, 2014

RISHI026@GMAIL.COM


জোকারের হাসি
.................. ঋষি

বুকের যন্ত্রণাগুলো আগুনের শিখা
মুহুর্তের জমে যাওয়া রোগগুলো বোধহয় স্মৃতি।
কয়েকদিনের ভালো থাকা জীবন  পাতার ছায়াছবি
পর্দার নাটকে এখন বিস্মৃতি।

জোকার কাঁদছে  অনেকদিন কাঁদে নি সে
জীবন হাসছে  অনেকদিনের লুকোনো হাসি মুখচোরা।
বুক খুলে হাসছে জীবন
দারুন ,দারুন, দারুন।
সত্যি মিথ্যা শ্লোকের জীবন পাতায় বোবা রৌদ্র
বৃষ্টি ডাকছে।
আয় বৃষ্টি আয়রে ,জীবন ধুয়ে যায় রে
জীবন ধুঁয়ে যায়।

আয় জীবন আয় রে ,চোখের সামনে ঝাপসা
কয়েকশো জমা অভাধানিক প্রেমে।
রোমিও জুলিয়েট আর কত যবনিকা যন্ত্রণা
রৌদ্রে দাঁড়িয়ে পুড়ে যাওয়া সময়ের পাতায়।
হাসছে আবার জোকার হাসছে
বহুদিন হাসে নি জোকার নিজের মৃত শব্দের যন্ত্রনায়
দারুন তো জোকার হাততালি জীবন
জীবন চলন্ত শব বিষাক্ত যন্ত্রনায়।

বুকের যন্ত্রনায় জমানো শোক স্তব্ধ চোখাচোখি
আবছা দৃষ্টিতে দৃষ্টান্ত জীবন আরেকবার।
বেঁচে থাকার নাম আর হাসবার নাম
জোকারের হাসি।  

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...