Sunday, October 26, 2014

RISHI026@GMAIL.COM


ল্যাম্প পোস্ট
................ ঋষি

জানি জীবন হয় ,পেয়ে পাওয়া চৌদ্দ আনা
ফুটপাথে সেই ল্যাম্প পোস্টটা একটা ম্যাজিক
বেঁচে থাকা ,একলা থাকা।
কোথাও ,কখনো ,কোনদিন ,কোনো মুহুর্তে
তুমি একা ,আমি একা
আর ল্যাম্প পোস্ট।

হাসছে যারা তাদেরকে আহ্বান জীবন
আর যারা কাঁদছে তাদেরকেও আহ্বান।
আসলে এই আহ্বানে রাখা গতির চাকার অজস্র কোলাহল
ফুটপাথ ঘেঁষে নেড়া শালিখের ভিড়ে অজস্র চোখের জল।
নেড়ি কুত্তারা সব আসলে ভয়ংকর
আর অজস্র মিথ্যে কথনের স্বয়ংবর।

কিছু শব্দ বিবেকে থেকে যায়
আর কিছু হৃদয়ে এসে যায় একলা ল্যাম্প পোস্ট ঘিরে
মুহুর্তদের স্মৃতির ভিড়ে।
মুছে গিয়ে ফিরে একলা দোটানায়
অজস্র মুহূর্ত আর তুমি ল্যাম্প পোস্ট আমার মত
ভীষণ একা।

জানি জীবন হয় ,পেয়ে পাওয়া অজস্র কাঁটা
যার ওপর দিয়ে হাঁটা।
বেঁচে থাকা ,রক্তের ভূমিকায়
অজস্র বিবেকের দায় আর ইচ্ছা শব্দের অহংকার।
আমরা সবাই তুমি ,আমি
আর ল্যাম্প পোস্ট।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...