Friday, October 31, 2014

RISHI026@GMAIL.COM

কাম অন ডিয়ার
................... ঋষি

উষ্ণায়নের অভাব কোথায়
কাম অন ডিয়ার উপছানো পেগের বিছানায়।
দুচার মুহুর্তের কবিতায়
কিংবা ডিস্ক থেক কোনো জেরুজালেমের ব্রথেলের দরজায়।
অংশিক নগ্ন কোনো যিশুখ্রিস্ট শরীর খোঁজে
রক্তাক্ত যোনির ভিতর ,মেয়েদের নারী শরীর।
যিশুখ্রিস্ট উষ্ণতা খোঁজে
উষ্ণায়নের দরজায়  ,জন্ম সভ্যতা।

চশমার অন্ধ কাঁচে লাগা সমাজের উষ্ণতা
বারংবার কাঁচ মোছে ভোরের উষ্ণ বিছানার চাদর।
জ্বলন্ত কারখানার ডোমে উত্তপ্ত অবিশ্বাস
বিশ্বাস হয় না আজকাল ,আসলে বিশ্বাস করানো যায় না।
রোজকার বায়ুদূষণ
পায়ুর দরজায় তাল ঠোঁকে অহংক্রিত কাম।
তাও হয় আজকাল ,,,,শরীর যদি উষ্ণতা খোঁজে
ব্যাঙ - এর শরীরময় অসংখ্য বিষ।
ছড়িয়ে পরে প্যান্টের বেল্টের গোড়ায়
তারপর উন্মোচন ,তারপর আস্ফালন।
ল্যাপটপের লুকোনো খামে জ্বলন্ত ধিক্কার
খসে পরে সভ্যতা উষ্ণতার নামে।

সারারাত মস্তি ,শরীর ঢোকে শরীরের রক্তে
নামতে থাকে যিশুখ্রিস্ট রক্তাক্ত উষ্ণতায় ,আরো গভীরে।
রক্তে সভ্যতা বিষ
কয়েকমুহুর্তের শারীরিক পেগের আঠালো নেশা।
লাল সভ্যতা ,লাল রক্ত প্লাবিত সভ্যতার গায়ে
হায় যীশু তুমি ব্রথেলের দরজায়।
কয়েকশো ব্লুফ্লিমের ভিতরে ডার্করুমে
তোমার উষ্ণ  শরীর বেয়ে রক্ত ধারা। 

No comments:

Post a Comment

এখনও বৃষ্টি আসে না

এখনও বৃষ্টি আসে না  এখনও থালা ভর্তি পসরা সাজিয়ে মেঘেরা সাজে নি  আসে নি তোমার শাড়ির আঁচলে সেই পুরোনো মায়াটুকু  সেই দীঘল চোখে এখনো ছায়া পরে নি...