Tuesday, October 28, 2014

RISHI026@GMAIL.COM

অজস্র স্নেহ
.............ঋষি

জ্বলন্ত অঙ্গীকার সময়ের শীত্কার
ফুটপাথ প্রাচীন নোলকে উচ্ছল পৃথিবী।
আমি গড়িয়ে পড়ি টুপ করে মৃত্যুরাশি মাখা
কোনো অজানা বেলায় চিত্কার।
শুনতে পাচ্ছো ,বুকে রঙিন বুলেট
মাখামাখি অজস্র  পণ্য স্নেহ।

অজস্র গড়িয়ে যাওয়া লাল নর্দমার জল
অজস্র কীটের সঙ্গমে উত্ফুল্ল এই পৃথিবীর মাটি
সারাদিন তুমি একলা থাকো নাকি। .

ফুটপাথে প্রাচীন শৈলী বিবেকের ডাক
খোলা চিত্কার ,বুক খোলা নগ্নতার ধ্বনি
এই যে শুনছেন ,চলুন আজকের শরীরটা আপনার
শরীর শুধু শরীরটা ,বাকিটুকু খিদে
বাকিটুকু চিত্কার ,বাকিটুকু যন্ত্রণা রাত্রের অন্ধকার
পণ্য একলা ফুটপাথে

জ্বলে উঠছে ক্লান্ত শহরের  মিশরীয় পিরামিড
অজস্র অলিগলিতে বুলডোজারের ভগ্নস্তুপ প্রাচীন ঈশ্বর
আমি জ্বলছি ,পুড়ছি একলা আগুনে 

No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...