Wednesday, April 1, 2015

আকাশের ঠিকানায়


আকাশের ঠিকানায় 
...................... ঋষি
========================================
কি ভাগ্গিস মনে পড়লো আমাকে 
শেওলা রঙের দেওয়াল বেয়ে অজস্র জলপ্রপাত। 
ভিজে যাচ্ছে ঠোঁটের উষ্ণতায় 
এলোকেশী সেই অতল গভীর আকাশ। 
তুই না আকাশ ধরতে চেয়েছিলি
তোর জানলার বাইরে আকাশ দাঁড়িয়ে আছে দিনভর। 


বারান্দার রেলিং সাধের লাউটা ঝুলে আছে বহুদিন 
বাউলে মনে বৈরাগিদের ঠিকানায় আকাশ। 
পুরনো ব্যাটারির গ্রামাফোনে হারিয়ে যাওয়ার গান 
সময় সে যে হারিয়ে গিয়ে  শুয়ে থাকে।
বোবা ক্যাকটাসের শরীরের লুকোনো তৃষ্ণায় 
বল ঠিক এভাবে কি আকাশ ধরা যায়। 
আকাশ দাঁড়িয়ে থাকে জানলার বাইরে 
আকাশ ধরতে জীবিত হাত বাড়াতে হয়। 

কি ভাগ্গিস মনে পড়লো আমাকে 
অন্ধকার রাত্রি বুকে স্বপ্নের সিঁড়ি বেয়ে অদ্ভুত ক্লান্তি। 
তোকে দেওয়া গোলাপের প্রতি পাঁপড়ির নিসৃত রক্তক্ষরণ
মেখে দেখিস সারা শরীর ঘামে। 
দেখবি আকাশের দিকে বাড়ানো হাত আরো নীলে হারাবে 
যেমন করে তুই ধরতে চেয়েছিস আকাশকে। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...