Saturday, April 11, 2015

পিনড্রপ স্তব্ধতা

পিনড্রপ স্তব্ধতা
................. ঋষি
==========================================
অ্যাশট্রের ভিতর থেকে দেখা যাচ্ছে স্তব্ধতা
শহরটা ঘুমিয়ে আছে কুন্ডুলি পাঁকানো তৃষ্ণা রাত্রিতে।
শহরের এক কোনে
আমি দাঁড়িয়ে ক্লান্ত ছাদের উপর অনিদ্রা।
শুয়ে পড়েছে শহর মিলিমিশি সভ্যতার ইটের গাঁথুনিতে
প্রাগৈতিহাসিক  সভ্যতায় পিনড্রপ স্তব্ধতা।

শহর ঘুমোচ্ছে
জীবন্ত হাইওয়ের মাথার  উপর ঘুরপাঁক খাচ্ছে নিয়ন্ত্রিত জীবন।
চারদেওয়ালের জীবনের আগন্তুক জোত্স্না সাক্ষী
জীবিত জীবন।
হাতের ফিল্টার উইল্সের গনগনে আগুনে
সভ্যতা পুড়ছে কোথাও এই মুহুর্তে।
পথিবীর আবর্তনের সাথে ঘড়ির কাঁটার তালমেল
মৃত্যূ সাক্ষী হয়ে থাকে ঘুমের বিছানায় চেতনার ওমে
জড়িয়ে জাপটে এই সভ্যতায়।

শহর ঘুমোচ্ছে মেটামরফেসিস আদালতে
অ্যাশট্রেতে জমতে থাকা সৃত্মির পাহাড়ে পিনড্রপ স্তব্ধতা।
শহরের এক কোনে
আমি দাঁড়িয়ে মাথার উপর নীল ছাদের মুক্তি।
শুয়ে  আছে স্তব্ধতা চারদেয়ালের মশারির ভিতরে শান্তি
মিশরীয় মডেলের শরীরগুলো জীবিত জীবন। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...