Thursday, April 9, 2015

নির্বাসিত আবরণ

নির্বাসিত আবরণ
................. ঋষি
===============================================
আবরণ যৌনতা সমানুপাতে ভেবে
আমরা সমলোচনা করি।
বাসে উঠে ভদ্রলোক খবরের উপর চেপে বসলেন
পাতা ওলটাচ্ছেন  সভ্যতার শরীরে চোখ।
আরো নিচে নামছেন
বাদিক ,ডানদিকে টার্ন নেওয়া বাসটা খুব দ্রুত ছুটছে।
পাওয়া গেছে
প্যান্টের উপরের কাপড়টা অদ্ভূত ফুলে উঠছে।

যাক গেয়ে সে কথা
ক্যামেরা অন করে অনলাইন করে ফেলি।
আমাদের গভীরে একটা নর্দমা আছে
এসো একটু নোংরা ঘাটি।
সরে যাওয়া আঁচলের আড়ালের লাউয়ের ক্ষেত
নিশ্চিত ,ইশ আরেকটু যদি সরে যায়,
নর্দমার জল সভ্যতার গায়ে।
প্রেম গড়িয়ে যাচ্ছে ,খারাপ খবর রটে যায় ,
ওপারের পদ্মা নাকি রাত্রে লাইনে দাঁড়ায়।

আবরণ যৌনতা লুকোনো বলে
আমরা একটি নাটক করি।
বসে উঠলেন ভদ্রমহিলা পিছন ঠেকিয়ে দাঁড়ালেন
পিছন দেখছে সভ্যতা শরীরে চোখ।
আরো একটু সরে দাঁড়ালেন
বাদিক ,ডানদিকে টার্ন নেওয়া বাসটা আচমকা ব্রেক।
সুযোগ পাওয়া গেছে
বাসের হর্নে সভ্যতা সমলোচিত হলো। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...