Saturday, April 25, 2015

আনুবীক্ষণিক নিরক্ষণ

আনুবীক্ষণিক নিরক্ষণ
.............. ঋষি
--------------------------------------------------------------------
অণুবীক্ষণে তোর অবয়ব পরিস্ফুট হয়
গোপনীয় ,লোভনীয় স্পর্শগুলো শব্দহীন যখন জটিলতায়।
নিরপেক্ষ পরিচয় পত্রের আড়ালে
নিতান্ত অবহেলায় কেটে যাওয়া সময় জীবিত অপেক্ষায়।

আমাদের ঐক্যান্তিক সাফল্য কামনা করে সময়
জ্বর। জ্বালা।  ব্যাধির আড়ালে লুকোনো দোষ।
জ্যামিতিক শরীরের সন্ধ্যার ডালপালা খুলে যায়
আর একটা অবচেতনা থেকে জীবিত উপেক্ষার।
অকাল শ্রাবনে ভিজে যায় কবিতার পাতা
কবিতার কলমের আঁচড়ে চঞ্চল হৃদয়।
আছড়ে পরে হৃদয়ের পাথরে
আসলে সময় ভালো নয়।

ভয় হয় ,ভীষণ ভয় মুহুর্তদের কারসাজি
লুকিয়ে পরি আবার গভীর সুরঙ্গ ধরে অন্ধকার গুহায়।
নিজস্ব নিরপেক্ষ পরিচয়পত্র সম্বলে
আবারও লীন তাপে  চেতনার হাত ধরে। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...