Saturday, April 4, 2015

এসো আমরা নগ্ন হই

এসো আমরা নগ্ন হই
............... ঋষি
===============================================
অশ্লীল আর স্লীলের মধ্যে তফাৎ কোথাই
সবাই আমরা ডারউইনের বাদর।
আমাদের আর লজ্জা কোথাই
প্রশ্ন ছিল ,উত্তর ছিল ,ছিল বেঁচে থাকা।
পথে ফেরি জীবনের কত কথা
কিন্তু আমরা সভ্য তো।

আমি কি বলি
একটু অশ্লীল তবে স্বাবাভিক।
এসো আমরা নগ্ন হই
এসো আমরা মুক্ত করি রোজকারের লুকোনো নাটক।
নতুন কি রোজকার বিজ্ঞাপনী আলাপন
মা ,মাসি,ঋতুস্রাব  সবি তো জানা সভ্যতা ঘাতক।

রাতজাগা চোখ নিভৃতে বাড়া শরীরের  যত জ্বালাতন
অভাব তো কিছুই নেই,
ছুটছে সভ্যতা হ্যারিকেন হাতে হারজিতের এই ম্যারাথন।
মিডিয়া আছে ,নেটওয়ার্ক আছে ,হাতের সেলেতে ওয়ার্ডসআপ
যৌনতা আছে ,জঙ্গল আছে ,বাজারী শরীরে ওয়ার্ম আপ।
বিক্রি সভ্যতা ,বিক্রি প্রেম ,বিক্রি শিক্ষা ,বিক্রি সম্পর্ক
ক্রেতা সভ্যতা ,ক্রেতা মানুষ  ,ক্রেতা  লোভ ,ক্রেতা  জানোয়ার।


তবে লজ্জা কি
এসো আমরা নগ্ন হই
নগ্ন করি মা ,মাসি ,বোন .........নারী, পুরুষ আর আদম ইভ।
সভ্যতা জেট চিরে চলে যায় যোনিতে ভেজানো আলুর চিপস
নগ্নতা যদি অশ্লীল হয় ,
নগ্ন নেশায়  পাতিয়ালা সিপ।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...