Thursday, April 16, 2015

ঈশ্বর মহান শক্তিবান

ঈশ্বর মহান শক্তিবান
................. ঋষি
============================================
প্রাসাদের বাইরে শুয়ে আছে পাগলী ভিখারিনী
ঘুমভাঙ্গা চোখে ঈশ্বরের চোখে ক্রোধ।
মহান ঈশ্বর ভাবেন
কে তুই ,এমন উজবুক।
কে তুই ,এমন বাড়ানো হাত
এ সভ্যতায় মানুষের  যোগ্যতা বিক্রি হয় ,
অথচ মানুষের যন্ত্রণা নয়।

নতুন কি ?
জীবিত প্রবাহের প্রবাহিত বাতানুকুল গাড়ির।
জানলায় সেই হাত এগোবে না তা হয়
তবে এগোবে না যোগ্য হাতের পয়মন্ত স্পর্শ।
ভিখারিনী দাঁড়িয়ে থাকবে
পাশ দিয়ে চলে যাবে সভ্যতার ঈশ্বরের বাতানুকুল পরিবহন।

ঈশ্বর ফিরছেন মাঝরাতে
আজকে বারে একটু বেশি হয়ে গেছে।
সামনে সেই আলাথালু ভিখারিনী একলা গাছতলায়
লাল চোখে ঈশ্বরের যোগ্যতা নেমে আসে মাটিতে।
ঈশ্বরের কাছে ভিখারিনী জীবিত বাড়ন্ত পুজোর ভোগ
বাতানুকুল গাড়ির দরজায় এগিয়ে যায় পয়মন্ত হাত।

ক্ষনিকের অধিকারে পাগলীনী বোধে ঈশ্বর প্রাপ্তি
ছিন্নভিন্ন শাড়ি আরো ছিন্নভিন্ন হয়  ভিখারিনীর ঈশ্বরের পুজোয়।
খুলে যায় লালচে চোখে ভিখারিনীর পাঁজরের হাড় কটা
ঈশ্বরের প্রাসাদ এখন চামড়ার হাড় কাটা।
ঈশ্বর বিদ্ধ করেন যোগ্যতা অযোগ্য ভিখারিনীর শরীরে
তারপর ভিখারিনী নেমে আসে অযোগ্য পৃথিবীতে।

প্রাসাদের বাইরে শুয়ে আছে সেই ধর্ষিত পাগলী ভিখারিনী
ঘুমভাঙ্গা চোখে ঈশ্বরের চোখে ক্রোধ,
ঈশ্বরের মুখ দেখে ভিখারিনী কাঁদে হাতে তার বাসি কাগজের নোট।
ঈশ্বরের পেয়াদারা ছুটে আসে হাতে লাঠি
হেই তুই কলসে ইহাপরি দরবাজেমে হ্যা, চল ভাগ।
ভিখারিনী কাঁদতে থাকে শরীরে তার ঈশ্বরের স্পর্শ
ভিখারিনী হাসতে থাকে ঈশ্বর মহান শক্তিবান। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...