Friday, April 17, 2015

সমাজ সেবক

সমাজ সেবক
............ ঋষি
=====================================
লোকটির পোশাক নোংরা, চুল-দাড়ি, বিড়ি খায়।
মুখে খারাপ কথা।
বউ পেটায় প্রতি রাত্রে মদের নেশায়
পার্টি অফিসের চারপাশে ঘোরে।
পতাকা ঘাড়ে প্রতি মিছিলে দাঁড়িয়ে নিজেকে বিখ্যাত ভাবে
বড় কথা ,বড় ঘর ,বড় দেশ
সমাজ সেবক।

ভগবানে বিশ্বাস নেই ,টাকার গান্ধীজীকে সে চেনে
চেনে পাড়ার বড়সড়ো  পার্টি লিডারকে।
আর চেনে সেই পদ্মা নামে পদ্ম বারের মাগিটাকে
যার সাথে পার্টির বাবার যোগ।
মাঝে মাঝে নেশার ঘোরে অসাবধানে বন্ধু মহলে বলে ওঠে
ওরে শালা পার্টি রাখ তো।
দু চারটে বোমা ঝাড়লে সব শালা   ........
এমনকি দেশ আর পদ্মা এক লাইনে ,
ভোট ব্যান্ক ভর ,ছাপ আর ছাপ
শালা কিসের চাপ মামা তো গান্ধীর গোলাম।

যত রাগ তার পার্টির উপর নিজের গোপনে ,অবচেতনে
যত রাগ তার বউয়ের উপর ,পদ্মার বুক আর বৌয়ের বুক।
যত রাগ তার নিজের জন্মের উপরে , ভোট বিধাতা আর সে
যত রাগ তার জীবিতের উপরে ,জীবিত অথচ মৃত।
যত রাগ তার দেশের উপরে ,গান্ধী আবার সত্য
যত রাগ তার মেয়েদের উপরে ,মেয়ে অথচ ন্যাংটো।
যত রাগ তার সভ্যতার উপরে ,সভ্যতা আবার বেশ্যা
সস্তার মদ খায় লোকটা ,শুয়ে পরে রাস্তার উপরে।
খুন হয় লোকটা  ভেসে যায় দুর্গন্ধ সমাজের বুকে
অথচ ভোট নাকি মানুষের অধিকার।

লোকটা এখন মৃত কমরেড ,পবিত্র আত্মার স্মৃতি চারণ
পার্টি অফিসে ফুলের মালা।
অথচ খবর এটা লোকটার  বৌয়ের বাজার দর ভালো
পার্টির বাবা যাওয়া আসা লোকটার বাড়িতে।
পতাকা ঘাড়ে এখন বিধবা বউ লাইনে দাঁড়িয়ে
সেই নোংরা লোকটার বউটার কপাল ভালো ,
এই দেশে পার্টি ছিল তাই।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...