Sunday, April 19, 2015

অন্য পৃথিবী

অন্য পৃথিবী
............. ঋষি
====================================
গ্রীষ্মের রৌদ্র চাটা দুপুরের পর
দুম করে জমা মেঘ ,মেঘলা আকাশ।
কিছুই থাকে না মন
এই উদাসী শীতল হাওয়া তোর ওড়নার জানলায়।
বদলায় বদলানো এই সুর এই  বিকেলবেলা
কিছুটা হারিয়ে যাওয়া চোখ ,চোখের পাতায়।

কোনো কফি কর্নারে আদ্র কাঁচের ওপাড়ে
অন্য পৃথিবী বৃষ্টির প্রতীক্ষায়।
সেখান থেকে জমা চাতকের বুকে দু এক ফোঁটা শান্তি
আমার কবিতার খাতায়।
আঁচড়াতে থাকে মন আমার বোতাম খোলা জানলায়
তোর ঠোঁটের মিষ্টি হাসি।
পৃথিবীর ওপাড় থেকে সেলোফোন ভেসে আসে
ঈশ্বরের ধ্বনি।
বন্ধু চিরসখা অন্তরের তুই
খুব বৃষ্টি চারিধারে ক্লান্ত চোখে আঁকা ,
অন্য পৃথিবীর।

গ্রীষ্মের চতুস্কোনে রাখা তোর পদচিন্হ
আমার শহরে।
মন তুই আসবি আবার আমি জানি
এও জানি আমি আছি তুই আছিস তাই।
তবু আমার মনের জানলা দিয়ে কফি কাপে ঠোঁট
তোকে ছুঁয়ে আমার কবিতা এই বিকেলবেলা । 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...