Saturday, April 25, 2015

লুকোনো কবিতা

লুকোনো কবিতা
......... ঋষি
=====================================
অজস্র স্পন্দনে স্পন্দিত হৃদয়ের দর্পনে
লোকানো একটা মুখ।
আবছা দেখা যায়
তোর আমার রোজ বদলে যাওয়া সময়ের আকাঙ্খায়।
এক আকাশ বুকে নিয়ে নীলের গভীরে
তোকে পাওয়া যায়।

সাদা ক্যানভাসে আঁকা লালচে সূর্যের শেষ বেলায়
গঙ্গার নৌকোর দালানে  মুখোমুখি।
মুক্তির স্বাদে ঘনিয়ে আসা মুহুর্তদের আলাপন
দূরত্বের দুর্বলতার স্পর্শে শিহরণ।
কিছুই থেকে যায় না শুধু স্পর্শগুলো ছাড়া
চোখে চোখে ঘটে যাওয়া চুম্বকীয় তত্বে
বেঁচে ফেরা যায় না।
কিছু রেখে যায় না
শুধু গঙ্গার ঘোলা জলে প্রেমিকার মুখ
তোকে বদলানো যায় না।

অজস্র স্পন্দনে স্পন্দিত হৃদয়ের দর্পনে
লোকানো তোর মুখ।
মাঝে মাঝে স্পষ্ট দেখা যায় যখন তখন
খুলে যাওয়া বুকের গভীরে  অজস্র  দর্পনে।
জানি বদলে যায়
আমার তোকে খুঁজে পাওয়া যায় না। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...