Wednesday, April 8, 2015

আপনাদের উদ্দেশ্যে বলা

আপনাদের উদ্দেশ্যে বলা
...................... ঋষি
---------------------------------------------------------------------------------
চুপ একদম চুপ
সমস্ত রাষ্ট্র পিতাদের উদ্দেশ্যে বলা।
মানুষ জীবিত আছে
আর তারা সব বোঝে ,সহ্য করে ,
কারণ তারা মৃতের মত জীবিত।
.
প্রশ্ন ছিল আর থাকবে
সার্বিক কল্যানের উদ্দেশ্যে গর্জে উঠবে প্রতিবাদ সারা বিশ্ব জুড়ে।
শান্তির কাপড়ে কেরোসিন ঢেলে আগুন চিরকালীন
প্রশ্ন তো থাকবেই।
বেড়োবে মোমের আগুনে কষ্টের মিছিল
কোনো মরুপ্রান্তরে কারো খুলে নেওয়া হবে লজ্জার হলুদ শাড়ি,
তার মৃত শরীরে ঢেলে  দেওয়া হবে লজ্জার লাল রং।
 প্রতিবাদ তো থাকবে ,মূক জীবিত কামনায়
ধর্ণায় বসবে বিশ্বজুড়ে  মানুষ ,
মানবিকতা দরকার,
কিন্তু আপনাদের মানবিকতা কি শুধু স্বার্থের উদ্দেশ্যে ।
.
হাসবে রাষ্ট্র পিতারা মনে থাকবে আসন সংরক্ষিত
দুঃখের ভেকে বলবেন উক্ত ঘটনার জন্য আমরা দুঃখিত,
এর ন্যায্য বিচার হবে।
তারপর বিচারের নামে প্রহসন যুগের পর যুগ
মানুষ ভুলে যাবে।
খুব ভুল রাষ্ট্র পিতাদের  ,আপনারা শুনছেন
আসলে মানুষ কিছু ভোলে না ,আসলে বাঁচতে চাই।
মানুষ কিছু করে না ,কারণ তারা আশায় বাঁচে
কিন্তু একদিন ঠেকবে দেওয়ালে পিঠ ,
মানুষ একটু আদিম হবে
সেদিন ও কি আপনারা নাটক করবেন।
.
 কান খুলে শুনুন
সমস্ত রাষ্ট্র পিতাদের উদ্দেশ্যে বলা।
মানুষ এখন ঘুমিয়ে আছে
জাগবে একদিন আপনাদের সাজানো লাঠি বুলেটের বিপরীতে ,
সেদিনও প্রশ্ন করার জন্য আপনারা থাকবেন তো।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...