Tuesday, April 7, 2015

কি ? মা নু ষ

কি ? মা নু ষ
.............. ঋষি
==================================================
চার দশমিক পাঁচ বিলিয়ন ইয়ার্স ঈশ্বর গর্ভে থেকে
আদিম  নক্ষত্র মন্ডল ঘেটে তবে জন্মালে।
অথচ আজ অবধি তুমি নরম্যাল হলে না
বিগত কয়েকশো বছর তোমাকে বদলানোর চেষ্টা করলাম।
দর্শন ,সাহিত্য ,ইতিহাসে ,বিজ্ঞানের আবিষ্কারে
তবু তুমি অ্যাব্‌নরম্যাল রইলে।

সভ্যতা তোমার উত্তরণ ঘটাবার চেষ্টা করলো
রকেট স্যায়েন্সে,রোবট তৈরিতে।
সমুদ্রের  নির্মল সুপ্রভাতে খালি পায়ে হাঁটা শেখালো
সভ্যর মত শিশির পায়ে।
অথচ দেখো নিজের দিকে চেয়ে তুমি বদলাতে পারলে না নিজেকে
আদিম জঙ্গলের তুমি জংলী সভ্যতা রয়ে গেলে।

তোমার উর্বর মাটিতে বাস করে যে কয়জনা
তুমি তাদের মাঝে অক্ষাংশ ,দ্রাঘিমাতে বন্দী করলে নিজেকে।
নামিয়ে আনলে আরো নিচে
কার্বনের দুর্গন্ধ তোমার শরীরে ,রক্তে তোমার প্রবাহিত ভাইরাল।
টুকরো টুকরো করে শহর ,নগর ,বন্দরে
আমেরিকা ,প্যালেস্টাইন ,আরব ,আরো কত।

চার দশমিক পাঁচ বিলিয়ন ইয়ার্স সময়টা কম নয়
কম হয় নি তোমাকে দেওয়া শিক্ষার বইখাতা।
কোথাই তুমি সভ্য হলে
কি উত্তর আছে তোমার পৃথিবী, বিশ্বব্রম্হান্ডের কাছে।
কি বলছো জোরে বলো
কি শুনতে পাচ্ছি না ,,,কি ? মা  নু  ষ।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...