Thursday, April 2, 2015

সভ্যতার দেওয়ালে পিঠ

সভ্যতার দেওয়ালে পিঠ 
............... ঋষি
============================================
আদিম পর্বের কোনো ঐতিহাসিক ঘটনা 
রাজা  অউদিপাউস ধর্ষণে মগ্ন নিজের মাকে। 
বিবর্তন বলে মানুষ নাকি ধ্বংসগামী
শুভেচ্ছা মানুষ বাবু আপনাকে। 
আপনি ঈশ্বর অন্তরযামী 
আর সভ্যতা অগ্রগামী। 

যে শিশু মাইলের পর মাইল চলে খালি পায়ে 
একটু পড়বে বলে। 
যে মাতা ইট পাথর ভাঙ্গে সভ্যতার আঙ্গিনায়
ছেলেকে বড় করবে বলে। 
যে সভ্যতা আঁকড়ে ধরে স্তন  মায়ের বুকে 
নিজের পেট ভরাবে বলে। 
তাকে বলার কিছু নেই 
ধর্ষণ স্বাবাভিক ,চামড়ার খোলসে আটকানো সভ্যতার লাঠি 
ঢুকে যাবে স্বাবাভিক শরীরের খাপে। 
এ তো নতুন কিছু নয় 
মৃত শিশু ,মৃত মাকে পাওয়া যাবে সমাজের সাধনার শ্মশানে
রোজকার শরীর সাধনায় বিকৃত কামে। 

আদিম পর্বের কোনো ঐতিহাসিক ঘটনা 
রাজা অউদিপাউস জানতে চেপে ধরলেন কামের শরীর। 
আবর্তন বলছে সূর্য ওঠেনি মৃত চেতনা 
অত্যন্ত দুঃখিত মানুষ বাবু ,ক্ষমা করবে। 
আপনাকে বিরক্ত করলাম বলে 
সভ্যতার দেওয়ালে পিঠে। 


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...