Saturday, April 4, 2015

হৃদয়ের কি দরকার

হৃদয়ের কি দরকার
............. ঋষি
=========================================
সব সত্যিগুলো মিথ্যা আকাশে ফানুসের মত ওড়ে
তোর  সেল্ফিতে আঁকা মুখটা হৃদয়ের  মাটিতে মাথা খোঁড়ে।
কুমোরটুলির শিল্পীর আঁকা  শরীর শুধু ছবি
হৃদয় কোথায়,
মানুষ হেথায় হিসেবের কথা বলে।

বাজারের ব্যাগে চুনোপুটিগুলো আছড়ে পরে জ্যামে
মিথ্যা মানুষ শব্দ করে ভালোবাসি এই জ্ঞানে।
মিথ্যা স্বপ্ন ,মিথ্যা স্বর্গ ,মিথ্যা হৃদয় কাঁদে
পাওনা শুধু এক মুঠো বালি
একলা দাঁড়ানো ছাদে।

জীবিত আমি কবিতার পাতায় এঁকে চলি তোর মুখ
সাজানো শরীরে ঝরনা ছুঁয়েছে ,
হৃদয়ের ধুকপুক।
আমার কবিতা কলমে লাগানো হাজারো  শোরগোল
একটা চুমু খেতেই পারি এবার তো মুখ তোল।

চুলগুলো সব আকাশে পথে ঝড়ের আদিম রূপ
স্পর্শে থাকা নরম বুকেতে আদিমতারি মুখ।
খবর শধু হাতড়ে বেড়ায়
শরীরের কটা হাড়
বাড়তে থাকা সুখের নদীতে হৃদয়ের সংহার।

সব সত্যি মিথ্যা আকাশে ফানুসের মত ওড়ে
লুকোনো ঠোঁটের তৃষ্ণা হৃদয়ে তুফান ঘোড়া চড়ে।
একদিন ঠিক পৌঁছে যাব
তেপান্তরের পার
তখন কি তুই বলবি আমাকে  হৃদয়ের কি দরকার।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...