Friday, April 24, 2015

জীবিত ও মৃত

জীবিত ও মৃত
................. ঋষি
==========================================
চুরি হয়ে যাওয়ার সৌজন্যে ঘুম চলে আসে
বেদনার বাগানে লুকোনো শব্দ মহলে কোলাহল।
জবাব দেও ,জবাব চাই
প্রশ্ন আছে ,উত্তর নাই।
হাট্টিমাটিম তারা মাঠে পাড়ে ডিম ,তাদের খাড়া দুটো সিং
না আমি সিং নিয়ে কখনো প্রতিবাদ করি নি।

না সত্যি বলছি
আমি লাইনে দাঁড়িয়েছি সার বেঁধে মানুষের মাঝে
কিন্তু কখনো বদনাম করি নি।
যে সব পুরনো শব্দগুলো শব্দের দরবারে ওপেন লারেলাপ্পা গান করে
সকলে তাল ঠুঁকে মদের গ্লাসে ঠোঁট রাখে ,
কিংবা কোনো অজানা নেশায় মশগুল হয়ে
জীবনটাকে হাতড়াতে থাকে।
আমিও তাদের মাঝে আছি কিন্তু তফাৎ একটাই
সকলের তারা জীবিত ,
অথচ আমি জীবিত ও মৃত।

চুরি হয়ে যাওয়ার সৌজন্যে ঘুম চলে আসে
বেদনার বাগানে লুকোনো শব্দ মহলে কোলাহল।
মুখমন্ডলের তোমার ঠোঁটের পাশের তিলটা
আমার মনে আসে।
ছুঁতে ইচ্ছে হয় হয়তোবা ছুঁয়ে দিতে চাই
কিন্তু কখনো তারজন্য হ্যাংলামো  করি নি।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...