Sunday, April 5, 2015

যে কটা দিন

যে কটা দিন
............ ঋষি
===========================================
যেদিকে দুচোখ যায় চলে যাব একদিন
কোথাও কোনো গভীর সমদ্র পারে একলা নদী ,
একলা বয়ে যায়
খালি পায়ে
জীবনের বাকি যে কটা দিন।

পকেটে লুকোনো নিকোটিনে ভিজে স্বাদ
বৃষ্টি বিকেলের শুভেচ্ছা বার্তা আজ সারাদিন।
তুমুল হৃদয়ে বর্ষিত কবিতা
আকাশের চোখে লোকানো তৃষ্ণা খুঁজে বেড়ায়।
ভিজে যাওয়া পথ
জমা অবরোধ।
কয়েশো শহরের দিকে ধেয়ে যাওয়া তুলকালাম হৃদয়
একদিন এই শহরে মিশে যাব।
ভিজে মাটি
একাকী
একলা বিকেল।

যেদিকে দুচোখ যায় খালি পায়ে একদিন
তোমার সাথে আমার শহরে তুমুল বৃষ্টি।
মিষ্টি ,খুব মিষ্টি
ভিজে যাওয়া চোখ ,আজ দুর্যোগ
সময়ের  ফেলে আসা মুহূর্তরা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...