Thursday, April 9, 2015

ঘুমের ভিতর

ঘুমের ভিতর
........... ঋষি
===================================
মাথায় পাথর বেঁধে
হামগুড়ি দিয়ে ঘুম এগিয়ে আসে শেওলা দুপুরে।
বিষাদ তুমি লুকিয়ে থেকো না
এগিয়ে এসো সর্বসম্মতিতে হৃদয়ের কোষে।
বিশ্বাস তুমি লুকিয়ে থাক মিউজিয়ামে মেঘলা দুপুরে
উষ্ণতার সাথে।


বিকেলের রাস্তায় কত ভ্রমন কাহিনী এদিকে ওদিকে
আজ লিপিকায় রাখা পিয়ানোর সুর।
ঠুং ঠাং শব্দে ভেঙ্গে পরে কাঁচ বারংবার
আকাশের নীল পারে এগিয়ে  আসে ঘড়ির কাঁটা
সন্ধ্যে নামলো বলে।
মন্দিরে ঈশ্বর শুয়ে থাকে বেদী ধরে
ঘুম ভাঙ্গে না ,
নো নড়ন চরন ,জাস্ট ঘুমিয়ে থাকে।

বেকসুর চাঁদ যখন শুয়ে থাকে অন্ধকার রাত্রে
মোমের তৈরী স্তনে তুমি ঠোঁট রাখো।
আমি ঘন হয়ে আসা ঠোঁটে ঢেলে দি আমার দূরত্ব
শ্বাস ওঠে নাম তবে ঘুমোয় আবার মাথার ভিতর।
আক্ষেপ করো না বিষাদ তুমি চিতার খাটে
আমার সাথে একলা থাকো।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...