Friday, April 24, 2015

আদম জীবন



আদম জীবন
............... ঋষি
====================================
জন্ম অবধি কিছু সরল ভিত্তিক জীবন
সকলের চোখে দেখা স্বপ্নের সাদা পায়রা সুদূর আকাশে।
ভালোবাসে ,ভালো লাগে
বেঁচে থাকা একটা জীবন তোমার সাথে।
যদি সময় বদলে যায়
যদি আদম জীবন পরিযায়ী  হয়ে যায়।

কিছুই না
স্বপ্নলোকে বিভঙ্গ রোমান দেবীর মত ক্ষুদার্থ কল্পনায়।
চুঁয়ে নামে কামসুত্রের সিঁড়িতে জীবন
আসলে স্পর্শ কি শুধু শরীরে থাকে,
হৃদয়ের চেতনার অবস্থান কোথাই।

জীবনের মুহুর্তদের স্পর্শগুলো এবনরম্যাল কেন
নরম্যাল হৃদয়ের সম্পর্কের ফাঁকে এত ঘুন কেন।
চোখ চলে যায় ,চোখ পুড়ে যায়
নিশি রাতে শহরের দামী পাঁচতারা বারে অনামী শরীরে আগুন
অথচ সস্তা বিছানার চাদরে প্রেম অপূর্ণ কেন।

প্রশ্নগুলো ছোটবেলায় পরীক্ষার খাতায়
খুঁজতে থাকা উত্তরের মতো।
বার্ষিক নতুন ক্লাসে নতুন বইয়ের গন্ধে ছিল মাদকতা নেশা
জীবিত নেশায় বেড়ে ওঠা ভ্যেনটিলেসনে চিতপটাং নিঃশ্বাস।
সবটুকু স্মৃতি মধুর রয়ে গেছে
শুধু  মাথার ওপর আকাশটা দৃশ্যকটু হয়ে গেছে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...