Thursday, April 23, 2015

বৈজ্ঞানিক সভ্যতা

 বৈজ্ঞানিক সভ্যতা
................. ঋষি
=======================================
ট্রাফিক সিগন্যালে লটকে থাকা সবুজ রংটা জানে না
আমরা সকলে থমকে আছি জেব্রা ক্রসিঙে।
চলন্ত পৃথিবীর আঙ্গিনায় যন্ত্রদের ভিড়ে
আমরা এগোতে এগোতে থেমে গেছি নিজের অজান্তে।
সবুজ পৃথিবীর ঘ্রাণে আটকে থাকা বিজ্ঞান
সালোকসংশ্লেষের বীর্যের ভূমিকায় ছন্দপতন যন্ত্ররা ,
কখন যেন বেমানান বুমেরাং হয়ে গেছে।

এমন একটা দিন আসবে
যেদিন পথে পথে ভালোবাসা বিকোবে নগ্ন স্কেলিটনে।
এমন একটা দিন আসবে
যেদিন মানুষের নখে লেগে থাকবে রক্তের রং।
এমন একটা দিন আসবে
যেদিন সম্পর্কগুলো ফেরি হবে নিশিত রাতে।
এমন একটা দিন আসবে
যেদিন সন্তান জন্মাবে যন্ত্রদের শরীরে।
আর আধুনিক যন্ত্র  জন্মাবে সভ্যতার হাতে
আর যন্ত্রদের  ভিড়ে মানুষ যন্ত্র হয়ে যাবে।

সমস্ত এগিয়ে চলার গতিতে প্রগতিশীল সভ্যতা প্রবাহমান
সমস্ত জীবেদের কল্যানে বিজ্ঞানের ঐক্যান্তিক প্রচেষ্টা।
সবটুকু কে সেলাম করে বলি
আমরা সকলে আসলে নির্ভরশীল হয়ে গেছি।
দৈনন্দিন বৈজ্ঞানিক প্রচেষ্টায় আমার জীবিত মৃত হয়ে গেছি
আসলে যন্ত্রদের ভিড়ে আমরা নিজেদের ভুলে গেছি ,
সভ্যতা বিজ্ঞান তৈরী করে ,বিজ্ঞান সভ্যতা না। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...